শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জমিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার খরমাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার ছেলে আব্দুল কাদের জাগো নিউজকে জানান, তার মা শীতের কারণে শনিবার সন্ধ্যার দিকে বাড়ির রান্নাঘরে গায়ে চাদর পরে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ চাদরে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রোববার সন্ধ্যায় তার মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি বলেন, আমার মায়ের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। আমাদের গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার খরমাপাড়ায়। আমার বাবার নাম মৃত সোনা উদ্দিন। আমরা দুই ভাই ও দুই বোন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।