বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমিয়েছে চীন। ভিসা ফির নতুন এ নিয়ম চলতি মাসের ১১ তারিখ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভিসা ফি কমানোর বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ফি (রেগুলার ডেলিভারি) দুই হাজার ৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি তিন হাজার ৬০০ টাকা। এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত হবে, আশা ইয়াও ওয়েনের

ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি চার হাজার ৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল ভিসার ফি সাত হাজার ২০০ টাকা।

আইএইচআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।