জাসদের বৈধ প্রার্থী ৭৯, প্রার্থিতা বাতিল ১২ জনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত দলীয় ৭৯ জন প্রার্থী নির্বাচন কমিশনের (ইসি) বৈধতা পেয়েছেন। বিপরীতে যাচাই-বাছাইয়ে দলটির ১২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করে জাসদ। জাসদের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে গিয়ে বা অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয় পাঁচ হাজার টাকা।

জাসদ থেকে মোট ৩৮৭ জন নেতাকর্মী জাতীয় সংসদ সদস্য বা এমপি হওয়ার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৯১ জনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাদের মধ্যে কিছু ত্রুটি-বিচ্যুতির কারণে ১২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। বিপরীতে ৭৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।

জাসদ মনোনীত বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন- পঞ্চগড়-১ মো. ফারুক আহম্মদ, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, নীলফামারী-৩ অধ্যাপক আজিজুল ইসলাম, নীলফামারী-৪ মো. আজিজুল হক, লালমনিরহাট-১ ডা. হাবিব মো. ফারুক, লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, রংপুর-৩ সাহীদুল ইসলাম, গাইবান্ধা-১ মো. গোলাম আহসান হাবিব মাসুদ।

গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, জয়পুরহাট-১ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, বগুড়া-১ অ্যাড. হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫ রাসেল মাহমুদ, বগুড়া-৭ মো. আব্দুর রাজ্জাক, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ।

রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, নাটোর-২ মো. শরিফুল ইসলাম (বাবু), সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, পাবনা-১ শেখ আনিসুজ্জামান, পাবনা-২ পারভীন খাতুন, পাবনা-৩ মো. আবুল বাশার শেখ।

পাবনা-৪ মো. আব্দুল খালেক, কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, চুয়াডাঙ্গা-২ দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, সাতক্ষীরা-১ শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু)।

পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-৬ মোহম্মদ মোহসীন, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, টাঙ্গাইল-৭ মো. মঞ্জুর রহমান মজনু, শেরপুর-২ লাল মো. শাহজাহান কিবরিয়া, ময়মনসিংহ-২ অ্যাড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৫ মো. শামসুল আলম খান, ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭ রতন সরকার।

ময়মনসিংহ-৯ অ্যাড. গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১ অ্যাড. সাদিক হোসেন, নেত্রকোনা-৪ মো. মসফিকুর রহমান, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২ মো. রফিকুল ইসলাম সিদ্দিকী, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ঢাকা-৯ অ্যাড. নীলঞ্জনা রিফাত (সুরভী), ঢাকা-১৪ অ্যাড. মো. আবু হানিফ, ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন।

গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), নরসিংদী-২ জায়েদুল কবির, নরসিংদী-৫ মো. মাহফুজুর রহমান (রাহাত), নারায়ণগঞ্জ-৪ মো. সৈয়দ হোসেন, রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, শরীয়তপুর-২ মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), সুনামগঞ্জ-৪ আবু তাহের মো. রুহুল আমিন (তুহীন), মৌলভীবাজার-২ অ্যাড. বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আব্দুর রহমান খান (ওমর)।

ব্রাহ্মণবাড়িয়া-৫ অ্যাড. আখতার হোসেন সাঈদ, চাঁদপুর-১ মো. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ মো. হাছান আলী সিকদার, ফেনী-১ শিরীন আখতার, নোয়াখালী-১ প্রকৌশলী হারুন অর রশিদ সুমন, নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, লক্ষ্মীপুর-৪ মোশারফ হোসেন, চট্টগ্রাম-৩ নুরুল আখতার, চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।

এমএএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।