চট্টগ্রামের ১৬ আসনে ১১৬ জনের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ১৬ আসনে যাচাই-বাছাই শেষে ১১৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিল হয়েছে ৩২ জনের মনোনয়ন। রোববার (৩ ডিসেম্বর) ও সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। 

যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়ন বৈধ ও বাতিলের এ তথ্য জানানো হয়।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল, বিভিন্ন সেবাসংস্থায় প্রার্থীদের বকেয়া বিল থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপিসহ নানান অফিযোগে ৩২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে ১৩ জন বিভিন্ন দলের এবং ১৯ জন স্বতন্ত্র প্রার্থী।

চট্টগ্রাম মহানগর সংশ্লিষ্ট ছয়টি আসনে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম এবং জেলার ১০টি আসনে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম-১ (মীরসরাই): এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মাহবুব উর রহমান (আওয়ামী লীগ), দিলীপ বড়ুয়া (বাংলাদেশ সাম্যবাদী দল), মো. আবদুল মন্নান (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. নুরুল করিম আফছার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ), মো. ইউসুফ (বিএনএফ), মো. এমদাদ হোসেন চৌধুরী (জাতীয় পার্টি)।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, মোহাম্মদ শাহজাহান, রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ), সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মীর মোহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), সৈয়দ সাইফুদ্দীন আহমদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হোসাইন মো. আবু তৈয়ব (স্বতন্ত্র), মাজাহারুল হক শাহ চৌধুরী (বিকল্পধারা বাংলাদেশ), মো. শফিউল আজম চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ হামিদ উল্লাহ (ইসলামিক ফ্রন্ট) ও এম এ মতিন (ইসলামী ফ্রন্ট)।

আরও পড়ুন: আসন ভাগাভাগি ছাড়াই শেষ হলো ১৪ দলের বৈঠক

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): এ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে জাকের পার্টির প্রার্থী নিজাম উদ্দিন নাছির ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমিন রসূল নামে দুই প্রার্থীর মনোনয়নও বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মাহফুজুর রহমান মিতা (আওয়ামী লীগ), নুরুল আক্তার (জাসদ), মুহাম্মদ নুরুল আনোয়ার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এম এ ছালাম (জাতীয় পার্টি), মুহাম্মদ উল্লাহ খান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. জামাল উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), মো. মোকতাদের আজাদ খান (ন্যাশনাল পিপলস পার্টি) এবং মো. আবদুর রহীম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): এ আসনে নয়জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল হয়। এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও মোহম্মদ ইমরানের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে দিদারুল আলম আওয়ামী লীগের প্রার্থী উল্লেখ করলেও দলীয় কোনো প্রমাণ দিতে পারেননি। এছাড়া আয়কর রিটার্ন না দেওয়ায় বিএনএফের আখতার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- এস এম আল মামুন (আওয়ামী লীগ), মো. দিদারুল কবির (জাতীয় পার্টি), খোকন চৌধুরী (তৃণমূল বিএনপি), মো. শহীদুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস) এবং মো. মোজাম্মেল হোসেন (স্বতন্ত্র)।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী): এ আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় দুই স্বতন্ত্র প্রার্থী নাছির হায়দার চৌধুরী এবং মোহাম্মদ শাহজাহানের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মোহাম্মদ আবদুস সালাম (আওয়ামী লীগ), ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), কাজী মহসীন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (কল্যাণ পার্টি), মো. নাজিম উদ্দিন (প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম) এবং আবু মোহাম্মদ শামশুদ্দীন (বিএনএফ)।

চট্টগ্রাম-৬ (রাউজান): এ আসনে পাঁচজন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শফিউল আজমের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- এবিএম ফজলে করিম চৌধুরী (আওয়ামী লীগ), স. ম. জাফর উল্লাহ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (তৃণমূল বিএনপি) এবং মো. সফিক উল আলম চৌধুরী (জাতীয় পার্টি)।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): এ আসনে সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- ড. হাছান মাহমুদ (আওয়ামী লীগ), মো. মোরশেদ আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আহমেদ রেজা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), খোরশেদ আলম (তৃণমূল বিএনপি), মুছা আহমেদ রানা (জাতীয় পার্টি), মুহাম্মদ ইকবাল হাছান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

চট্টগ্রাম-৮ (চট্টগ্রাম মেট্রো আংশিক-বোয়ালখালী): এ আসনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এতে পাঁচ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছালাম, আশরাদুল আলম বাচ্চু ও বিজয় কুমারের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুল এবং হলফনামায় প্রয়োজনীয় কাগজ না দেওয়ায় আরেক প্রার্থী মঞ্জুর হোসেন বাদলের মনোনয়নও বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- নোমান আল মাহমুদ (আওয়ামী লীগ), সোলায়মান আলম শেঠ (জাতীয় পার্টি), এসএম আবুল কালাম আজাদ (বিএনএফ), সন্তোষ শর্মা (তৃণমূল বিএনপি), মোহাম্মদ ইলিয়াছ (বাংলাদেশ কল্যাণ পার্টি), সৈয়দ মো. ফরিদ উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. কামাল পাশা (এপিপি) এবং আবদুল নবী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী): এ আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। তবে কারও মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (আওয়ামী লীগ), মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মিটুল দাশগুপ্ত (ন্যাপ), সৈয়দ আবু আজম (ইসলামী ফ্রন্ট), মুহাম্মদ নুরুল হুসাইন (বাংলাদেশ কল্যাণ পার্টি), সুজিত সরকার (তৃণমূল বিএনপি), সানজীদ রশীদ চৌধুরী (জাতীয় পার্টি)।

আরও পড়ুন: জোট না থাকলে আওয়ামী লীগ একা হয়ে যাবে

চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী): এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, মো. ওসমান গনি ও ফয়সাল আমীনের মনোনয়ন বাতিল হয় এক শতাংশ ভোটারের তথ্য গরমিলের কারণে। অন্যদিকে সমর্থনকারীর তথ্য না থাকায় বিএনএফের মঞ্জুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মহিউদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ), সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম (স্বতন্ত্র), মো. ফেরদৌস রশিদ (তৃণমূল বিএনপি), মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি) এবং মো. আনিসুর রহমান (জাসদ)।

চট্টগ্রাম-১১ (বন্দর): এ আসনে নয়জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটার গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী রেখা আলমের মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- এম আবদুল লতিফ (আওয়ামী লীগ), মো. জসিম উদ্দিন (জাসদ), আবুল বসার মোহাম্মদ জয়নাল আবেদীন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. মহি উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), জিয়াউল হক সুমন (স্বতন্ত্র), দীপক কুমার পালিত (তৃণমূল বিএনপি), নারায়ণ রক্ষিত (এনপিপি) ও উজ্জ্বল ভৌমিক (গণফোরাম)।

চট্টগ্রাম-১২ (পটিয়া): এ আসনে ১০ প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া ও গোলাম কিবরিয়া চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। বিদ্যুৎবিল বাকি থাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মোতাহেরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), সামশুল হক চৌধুরী (স্বতন্ত্র), এম এয়াকুব আলী (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন–বিএসএম), মো. নুরুচ্ছফা সরকার (জাতীয় পার্টি), কাজি মুহাম্মদ জসীম উদ্দিন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), রাজীব চৌধুরী (তৃণমূল বিএনপি) ও সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন (বাংলাদেশ কংগ্রেস)।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): এই আসনে মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। প্রার্থীরা হলেন- সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (আওয়ামী লীগ), সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ আরিফ মঈনু উদ্দীন (সুপ্রিম পার্টি–বিএসপি), আবদুর রব চৌধুরী (জাতীয় পার্টি), মৌলভী রশিদুল হক (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. আবুল হোসাইন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) এবং মকবুল আহম্মদ চৌধুরী (তৃণমূল বিএনপি)।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): এ আসনে আট প্রার্থীর মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে সবগুলো প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ আসনের প্রার্থীরা হলেন- মো. নজরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), মো. আবদুল জব্বার চৌধুরী (স্বতন্ত্র), মোহাম্মদ আবুল হোছাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. গোলাম ইসহাক খান (বিএনএফ), মোহাম্মদ আয়ুব (সুপ্রিম পার্টি–বিএসপি), আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (জাতীয় পার্টি) এবং মোহাম্মদ আলী ফারুকী (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): এ আসনে নয়জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ও ডা. আ ন ম মিনহাজুর রহমানের মনোনয়ন বাতিল হয়। আয়কর বিটার্ন দাখিল না করায় এনপিপির ফজলুল হকের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আসনে বৈধ প্রার্থীর হলেন- আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (আওয়ামী লীগ), মোহাম্মদ ছালেম (জাতীয় পার্টি), মো. সোলাইমান কাশেমী (বাংলাদেশ কল্যাণ পার্টি), মোহাম্মদ হারুণ (ইসলামিক ঐক্যজোট), মো. জসীম উদ্দিন (মুক্তিজোট) এবং মুহাম্মদ আলী হোসাইন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ঋণখেলাপি হওয়ায় এনপিপির আশীষ কুমার শীল ও জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। আয়কর রিটার্ন দাখিল না করায় ইসলামী ঐক্যজোটের মো. শফকত হোসাইন চাটগামীর মনোনয়ন বাতিল হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), মুজিবুর রহমান সিআইপি (স্বতন্ত্র), মো. খালেকুজ্জামান (স্বতন্ত্র), আব্দুল্লাহ কবির (স্বতন্ত্র), মোহাম্মদ এমরানুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ মামুন আবছার (এনপিপি), আবদুল মালেক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মহিউল আলম চৌধুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কামাল মোস্তফা চৌধুরী (জাসদ) এবং এম জিল্লুর করিম শরীফি (বাংলাদেশ কংগ্রেস)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

ইকবাল হোসেন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।