তনু হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন


প্রকাশিত: ০৭:০১ এএম, ০২ এপ্রিল ২০১৬

তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী লেখক পরিষদসহ বিভিন্ন সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত একই দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোহাগী জাহান তনুসহ বাংলাদেশের সব হত্যাকাণ্ড, গুম, অপহরণ, নারী-শিশু নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ চাপ্টারের কো-অর্ডিনেটর আব্দুল মুকিত চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েল।

একই সময় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন `মানবকণ্ঠ সেতুবন্ধন` সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবকণ্ঠ সেতুবন্ধনের` সদস্য সচিব নইম হাসান, আহ্বায়ক বুলবুল মহলানবীশ, বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।