ঘুরতে গিয়ে চরে আটকা সাত শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার

রাজশাহী পদ্মারচরে ঘুরতে গিয়ে আটকে পড়ে সাত শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে তাদের উদ্ধার করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, তারা সাতজন দশম শ্রেণির ছাত্র। নীলফামারীর সৈয়দপুর সদর থেকে ট্রেনযোগে রাজশাহী এসেছিলেন বেড়াতে। রাজশাহী এসে একটি ট্রলারযোগে পদ্মা নদীর খানকার চরে ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটি তাদের চরে নামিয়ে দিয়ে চলে যায়। কথা ছিল ঘোরাঘুরি শেষে ট্রলার চালককে ফোন করলে তাদের নিয়ে যাবে। কয়েক ঘণ্টা চরে ঘোরাঘুরি করে ট্রলারচালককে ফোন করলে নানা অজুহাতে ট্রলারচালক আর আসেননি।
এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চরে একজন কৃষক থেকে জানতে পারেন ট্রলার চালকের উদ্দেশ্য যদি খারাপ হয় তবে রাতে তাদের নিতে আসবে এবং তাদের জিনিসপত্র টাকা পয়সা সব লুট করে নিতে পারে। এমন অবস্থায় নিরূপায় হয়ে নয়ন নামে একজন ছাত্র শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার বলেন, এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব রাজশাহী মতিহার থানায় এবং রাজশাহী নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ডেসপাচার এসআই আনিসুর রহমান কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে রাজশাহী রিজিওন নৌপুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল খানকার চরে গিয়ে আটকেপড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। নৌপুলিশ উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া এস আই শাহরিয়ার ৯৯৯ এ বিষয়ে নিশ্চিত করেন।
আরএসএম/এমআরএম/জেআইএম