সহিংসতার ঘটনায় ৩৫ দিনে র‌্যাবের হাতে গ্রেফতার ৮১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযোন চালিয়ে এক মাসে পাঁচদিনে ৮১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ও সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আর গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযোন চালিয়ে এক মাসে ৫ দিনে ৮১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরএসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।