মনোনয়নপত্র বাছাই
ব্যাংক-থানা থেকে প্রার্থীর তথ্য নিতে নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্থানীয় ব্যাংক, থানাসহ বিভিন্ন সংস্থা থেকে তথ্য নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে উপস্থিত থেকে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এরই মধ্যে নির্দেশনাটি ৬৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধির উপস্থিতি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি ঋণ খেলাপিদের তথ্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি মামলা সম্পর্কিত তথ্য, জাতীয় রাজস্ব বোর্ডের স্থানীয় প্রতিনিধি আয়কর রিটার্নের তথ্য, ঠিকাদার বা আর্থিক সংশ্লেষ আছে এমন প্রার্থীদের তথ্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য স্থানীয়ভাবে নির্দেশনা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এরপর বাছাইয়ের সময় তাদের দেওয়া তথ্য গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত দিতে হবে।
এমওএস/জেডএইচ/এএসএম