নির্বাচনে খেলা হবে, ফাউল হবে কম: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলা হবে, তবে সেই খেলায় ফাউল কম হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। আর ফাউল কম হবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: আপস করিনি আর করবও না : এসপি হারুন

ডিবির কার্যালয়ে শামীম ওসমান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে বৈঠক করেন।

শামীম ওসমান বলেন, হারুন ভাই আমার অনেক আগের পরিচিত। একসঙ্গে আমরা রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এসব তথ্য তাকে দিয়েছি।

Samim-Osman-1.jpg

তিনি বলেন, এমপি হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। ডিবির হারুন ভাই ক্যাপাবল অফিসার, তিনি ব্যবস্থা নিতে পারবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী হতে বলেছিলেন : শামীম ওসমান

ডিবি কার্যালয়ে গেলে অনেকেই সেখান থেকে খেয়ে আসেন। এবার শামীম ওসমানও সেখানে দুপুরের খাবার খেয়েছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।

টিটি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।