অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখছে বেতার


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে বাংলাদেশ বেতার। প্রতিষ্ঠানটি আগামীতেও এ ভূমিকা রাখবে।’

সোমবার সকালে বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রার শুরুতে এ কথা বলেন তিনি। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আক্তার উদ্দিন আহমেদসহ বেতারের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের সময় যে সাহসী ভূমিকা রেখেছে, তা অতুলনীয়। ওই সময়ে পাকিস্তানিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করেছে। মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল বাংলাদেশ বেতার। দেশের শিক্ষা বিস্তার, শান্তি প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষায়ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ বেতার। আমি বেতারের সঙ্গে যুক্ত নির্ভীক সৈনিকদের ধন্যবাদ জানাচ্ছি।’

বেতারের ৭৫ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে থেকে শুরু হয়। এটি শাহবাগ মোড় ঘুরে রূপসী বাংলা হোটেলের সামনের রাস্তা থেকে ঘুরে বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে এসে শেষ হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।