ঢাকা-৮ আসনে জয়ে আশাবাদী বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম। বুধবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ মনোনয়ন জমা দেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এদিকে বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে কয়েকশ নেতাকর্মী আগেই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, ঢাকা-৮ আসনে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এ এলাকার যুবক, বৃদ্ধ সবার কাছে আমি জাতীয় নির্বাচনে ভোট চাইবো। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রাজনীতির প্রতি আমরা উজ্জ্বল আস্থা বিশ্বাস আছে। দেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ আছে।

তিনি বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এ এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য মানুষের ভালোবাসা আশা করি। ইনশা আল্লাহ এ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমি আশা করি।

এমএমএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।