ঢাকায় দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে নেপালসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। চলতি মাসে বাংলাদেশেও দূতাবাস বন্ধ করে দিয়েছে দেশটি।

ঢাকায় দূতাবাস বন্ধ করা হলেও শিগগির আবার তা চালু করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি দেখা হয়।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত সপ্তাহে ঢাকা ত্যাগ করেন।

আইএইচআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।