ঢাবির আবাসিক এলাকা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশা খাঁ রোড এলাকার একটি বাসা থেকে ফাতেমা মীম (১৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা ইসরাত জাহান জানান, ‘সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করতে ফাতেমার রুমের দরজায় ডাকাডাকি করি। পরে রুমের ভিতরে গিয়ে দেখতে পাই ফাতেমা ওড়না দিয়ে ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। শাহবাগ থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢামেকে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি আকরাম আলীর মেয়ে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা ইশা খাঁ রোডের ২৮/২ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম