ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাজু আহমেদ (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) মধ্য রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ জানান, খবর পেয়ে ৩০০ ফিট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়। তিনি মো. ইসমাইল হোসেনের ছেলে।

কাজী আল আমিন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।