কলেজের কথা বলে বাইক নিয়ে ঘোরাঘুরি, দুর্ঘটনায় হাত হারালো তরুণের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ১৬ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিন্ন হয়েছে এক শিক্ষার্থীর। মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মাহির মীর (১৯) রাজধানীর দনিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল চারটার দিকে ঘটে এ দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে পাঠানো হয়েছে পঙ্গু হাসপাতালে।

মাহির মীরের বাবা আতিকুর রহমান জানান, বাসা থেকে বের হয় কলেজের কথা বলে। পরে আমরা জানতে পারি তার বন্ধুকে নিয়ে শ্রীনগর হাসাড়া হাইওয়ে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি আরও জানান, আমরা কেরানীগঞ্জের ইকুরিয়া হাসনাবাদ এলাকায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তরুণদের ধাক্কা দেওয়া ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে।

কাজী আল আমীন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।