দুই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২৩

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে জাল টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

তারা হলেন, মো. নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কিবোর্ড, প্রিন্টার, কাটার ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (১০ নভেম্বর) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালবাগ থানার ভাতের গলি এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য জাল টাকা তৈরি করে তারা রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতো। তারা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টিটি/এসটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।