চট্টগ্রাম কাস্টমস

নিলামে প্রতিকেজি গুঁড়ো দুধের দাম উঠলো ৫৯ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৫৮ এএম, ০৭ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টমসে নিলামে প্রতিকেজি গুঁড়ো দুধের দাম উঠলো ৫৯ টাকা (৫৮ টাকা ৯৫ পয়সা)। যদিও ওই গুঁড়ো দুধের দাম ধরা হয় ২৮৯ টাকা প্রতিকেজি।

সোমবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসে প্রকাশ্য নিলামে ১০০ টন গুঁড়ো দুধের সর্বোচ্চ দর ওঠে ৫৮ লাখ ৯৫ হাজার টাকা।

অথচ কাস্টমস কর্তৃপক্ষ চালানটির মূল্য ধার্য করে ২ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৮৯৬ টাকা। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ছোটপুল এলাকার মেসার্স মাসুম এন্টারপ্রাইজ নিলামে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন।

আরেক নিলামে ৯৯ টাকা মূল্য নির্ধারণ করা প্রতিকেজি আদার দাম ওঠে ৫৩ টাকা ৮৬ পয়সা। ২৩ হাজার ৫৮০ কেজির চালানটির সর্বোচ্চ দর ওঠে ১২ লাখ ৭০ হাজার টাকা। অথচ কাস্টমস কর্তৃপক্ষ চালানটির মূল্য নির্ধারণ করে ২৩ লাখ ২৪ হাজার ১৮৯ টাকা। এতে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন চট্টগ্রামের পাথরঘাটা আশরাফ আলী রোডের মেসার্স মাইনুদ্দিন জাবেদ ট্রেডার্স নামের বিডার।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার উপ–কমিশনার মো. আবদুল হান্নান বলেন, বন্দর ইয়ার্ড খালি করার জন্য পচনশীল পণ্য দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার একশ টন গুঁড়ো দুধ এবং ২৪ টনের কিছু কম আদার নিলাম তোলা হয়েছে। নিলাম কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, পচনশীল পণ্যের দ্রুত নিলাম আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থায়ী আদেশ জারি করে। তবে চট্টগ্রাম কাস্টমসে গতি আসেনি। বিগত দিনগুলোতে নির্ধারিত সময়ে নিলামে তুলতে ব্যর্থ হয়ে পচনশীল অনেক পণ্য মাটিতে পুঁতে ফেলতে হয়েছে।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।