ঢাকায় এবার প্রাইভেটকারে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

লাগবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন বলেন, আমরা আগুন লাগার পর জানতে পারি এটা ব্যানবেইসের কল্যাণ ট্রাস্টের গাড়ি, যা পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে ছিল। কর্তৃপক্ষকে বারবার সতর্ক করার পরও গাড়িটিকে রাস্তার পাশ থেকে সরায়নি।

এদিকে রাত ১০টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের সামনে একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা পিকআপের পেছনে থাকা একটি সোফাসেটে আগুন দেয়। চালক সোফাটি ফেলে পিকআপ নিয়ে চলে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

অবরোধের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরেও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

টিটি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।