ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না: বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৪ নভেম্বর ২০২৩
ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার/ ছবি- জাগো নিউজ

ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘অবরোধ করার যেমন অধিকার রয়েছে, অবরোধ না করারও অধিকার রয়েছে। কাজেই ঢাকাবাসী কেউ যদি অবরোধ না করে, তাকে অবরোধ পালন করতে বাধ্য করা যাবে না। যদি কেউ বাধ্য করতে আসে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।’

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ডিএমপিতে নিজ কার্যালয়ে জাগো নিউজকে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, ‘রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে অবরোধকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে। আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকাবাসীর নিরাপদে ও স্বাচ্ছন্দে চলাফেরার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অবরোধের নামে কেউ বাসে আগুন ধরিয়ে দিলে, যাত্রীবেশে কোনো বাসে উঠে পেছনে বসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাস থেকে নেমে যাওয়া সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। গত তিনদিন ধরে যেই অবরোধ দেখলাম সেটিতে অনেকগুলো গাড়িকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। দেশের অর্থনীতির ক্ষতি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নাগরিক সমাজের দায়িত্ব রয়েছে, পুলিশেরও দায়িত্ব রয়েছে। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আমরা নাগরিকদের আহ্বান জানাই, নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কারণ নাশকতাকারীরা দেশের শত্রু।’

বিপ্লব কুমার আরও বলেন, ‘সব নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে। কারণ দেশ সবার আগে। কাজেই আগামীকাল ও পরশু যেই অবরোধ কর্মসূচি সেটিকে কেউ যেন নাশকতায় রূপান্তর করতে না পারে। কেউ যেন ঢাকাবাসীর স্বাভাবিক চলাচল রুদ্ধ করতে না পারে, নাগরিক জীবনকে দুর্বিষহ করতে না পারে। আগুনে পুড়িয়ে কেউ যেন কাউকে হত্যা করতে না পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। নগরবাসীকে আহ্বান জানাবো আপনারাও নাশকতাকারীকে পুলিশে ধরিয়ে দেন।’

আরএসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।