বিমানের নতুন চেয়ারম্যান ইনামুল বারী


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ মার্চ ২০১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের স্থলাভিষিক্তি হলেন।

গত রোববার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভা শেষে পর্ষদের চেয়ারম্যান সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জামাল উদ্দিনের নেতৃত্বে সব সদস্য একযোগে পদত্যাগ করেন। এরপর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে নতুন পর্ষদ গঠন-সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সত্যায়ন শেষে মঙ্গলবার সেটি মন্ত্রণালয়ে আসে। সেখানে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সচিব (অর্থ) মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এনআই) খান, বিমান বাহিনীর সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন ও ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব (বিদ্যুৎ বিভাগ) তাপস কুমার রায়, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চ্যাটার্ড অ্যাকাউন্টেট নূর-এ খোদা ও বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার আসাদুজ্জামান।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।