সশস্ত্র বাহিনীর বিদেশি মিশন থেকে আয় ৩৪৬ কোটি ৩৩ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০২ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশি মিশন থেকে ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বৃহস্পতিবার (২ নভেম্বর) আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের এ সংক্রান্ত লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩ হাজার ১৩৭ টাকা।

তিনি জানান, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি ৮০ লাখ ৭৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা।

আইএইচআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।