‌পরীক্ষামূলকভাবে ‘মেসেজ টু কমিশনার’ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২৩

নগরবাসীর অভিযোগ সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ সেবাপরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বুধবার (১ নভেম্বর) নতুন এই সেবা চালু করা হয়।

দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগ শুনতে সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুটি মোবাইল নম্বরে (01320202020 ও 01320101010) নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন। তবে কেবল বার্তা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ দিতে পারবেন।

এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

আরএসএম/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।