বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন স্থগিত


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৯ মার্চ ২০১৬

দাবি পূরণ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ঘোষণা দেন।

অধ্যাপক ড. এ এইচ এম মাকসুদ কামাল বলেন, আমরা শুরু থেকে বলে আসছি, বেতন-ভাতার জন্য আমরা আন্দোলন করছি না, মর্যাদার জন্য করছি। ছেলেমেয়েদের জিম্মি করে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করি নাই, যে কর্মসূচি শিক্ষার্থীদের সমস্যা হবে। শিক্ষকদের যেকোনো সমস্যা সমাধানে উৎকর্ষ সাধনের জন্য ফেডারেশন ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বেতন বৈষম্য দূর করে মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সে আন্দোলন প্রত্যাহার করা হলো।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।