বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সিটি কর্পোরেশন এলাকাধীন লক্ষ লক্ষ পোশাক শ্রমিকেরা বসবাস করে। কিন্তু এক শ্রেণির বাড়িওয়ালাদের সীমাহীন লোভের কারণে তারা নিয়ম নীতির তোয়াক্বা না করে প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি করছে। এতে স্বল্প ও মধ্যম আয়ের চাকুরীজীবীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি এ সকল চাকুরীজীবীরা শহরের বসবাসের ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলেও অভিযোগ করেন তারা ।
বক্তারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রন আইন, ১৯৯১ বাস্তবায়ন না হওয়ায় ভাড়াটিয়াদের এমন হয়রানির শিকার হতে হচ্ছে ।
বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহম্মাদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মঈনউদ্দিন মণ্ডল, আলমগীর রনী, মো. রফিক প্রমুখ।
এএস/এএইচ/এমএস