চট্টগ্রামে বিলুপ্ত প্রাণী গোরখোদকসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের বাকলিয়ায় বিলুপ্ত প্রজাতির দুটি গোরখোদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আমজাদ ওরফে আমজু (২৬) এবং মো. সাকিব (২২)। সোমবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমজু কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ফতেয়াবাদ গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং সাকিব চট্টগ্রামের শিকলবাহা কলেজবাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। দুজনই বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা বালুরমাঠ এলাকার জসিমের ভাড়াঘরে বসবাস করেন।

গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুইটি গোরখোদক দুজনকে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে আমজু বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য।

jagonews24

ওসি বলেন, ‘প্রথমে প্রাণী দুটিকে শনাক্ত করা না গেলেও বনবিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে খবর দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের কর্মকর্তারা এসে প্রাণী দুটিকে গোরখোদক হিসেবে চিহ্নিত করেন। গোরখোদক বিলুপ্ত প্রজাতির তালিকার প্রাণী বলে জানান বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের কর্মকর্তারা।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজু জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটিকে এক ব্যক্তি মইজ্যারটেক পর্যন্ত নিয়ে আসেন। মইজ্যারটেক থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়। সেগুলো এখান থেকে খুলনায় নিয়ে যাওয়া হতো। এরপর বিদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।