বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে রমনা থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি অফিসের সংবাদ সম্মেলনকারী জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর রমনা থানায় এই মামালা করা হয়েছে।

মামলার আসামি করা হয়েছে মিঞা জাহিদুল ইসলাম আরেফিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ারদী ও বিএনপি নেতা মো.ইশরাক হোসেন।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টায় এবিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

মামালার এজাহার সূত্রে জানা গেছে, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ এতে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

আরএসএম/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।