বাইডেনের কথিত উপদেষ্টাকে নিয়ে সংসদে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৯ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে এক ব্যক্তির সংবাদ সম্মেলন করা প্রসঙ্গে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম।

রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ পাসের জন্য উপস্থাপন করা হলে এর ওপর আনা যাচাই-বাছাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ফখরুল ইমাম এ বিষয়ে জানতে চান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ফখরুল ইমাম বলেন, দেশের যে পরিস্থিতি সেটার ওপর একটু আলোকপাত করলে ভালো হয়। সরকারি দল থেকে যদি কালকের ঘটনা এবং সেই ঘটনায় যে দুজন মারা গেছেন এবং কাল একটা দারুণ জিনিস হয়েছে। আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন, তাও আবার বিএনপির অফিসে, সেটা ফলাও করে প্রচার হয়েছে। সেখানে দুজন বিএনপির লোক ছিলেন, সেটা সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারতাম তাহলে হয়তোবা আমরা উপকৃত হতাম।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশের পর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এক ব্যক্তি। মিয়া আরাফী নামে ওই ব্যক্তি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা হিসেবে পরিচয় দেন।

তবে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়, এমন কোনো প্রতিনিধি বিএনপি কার্যালয়ে যাননি।

আইএইচআর/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।