পররাষ্ট্রমন্ত্রী

বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারীকে গ্রেফতার করা উচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করা ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের মিশনই চেনে না। তাকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, বিশেষ করে পুলিশ বাহিনীর ওপর যারা অত্যাচার করেছে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। পুলিশ হচ্ছে জনগণের সেবক। তারা মানুষকে সুরক্ষা দেয়। যে দল বা যারা তাদের ওপর হাত তুলেছে, মেরেছে, তাদের লজ্জা পাওয়া উচিত। তাদের অনুশোচনা করা উচিত যে মানুষের সেবার জন্য যে বাহিনী আছে, তাদের ওপর অত্যাচার করেছে।

এ ঘটনার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন। তার বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, তিনি যদি সংঘর্ষের কথা বলেন, তাহলে তাকে এখনই গ্রেফতার করা উচিত। বিদেশি নাগরিক এসে আপনার দেশে সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছে, তাকে গ্রেফতার করা উচিত। সে যেই হোন না কেন।

তার ব্যাপারে আপনি শুনেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি। শুনে কর্মকর্তাদের বলেছি, তারা যাতে যাচাই করে দেখেন। তিনি সত্যি সত্যি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কি না। মার্কিন মিশন বলেছে, তাকে তারা চেনে না। কাজেই, এটা একটা ভুয়া লোক। তাকে গ্রেফতার করা উচিত।

তার আসল পরিচয় জানা সম্ভব হয়েছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমি ঠিক জানি না। নামটা দেখে সন্দেহ হয়। যাচাই করতে হবে। নিরাপত্তা বাহিনীর লোক যাচাই করলে ভালো। অন্য দেশের লোক এসে সহিংসতার আহ্বান জানায়, এসব লোককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত।

প্রেসিডেন্ট বাইডেন এমন আহাম্মক না যে, যে কাউকে ধরে নিয়ে উপদেষ্টা বানিয়ে দেবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আইএইচআর/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।