কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৩
কাকরাইলে বাসে আগুন

রাজধানীর কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

অপরদিকে মৌচাক ফ্লাইওভারের ওপরে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। 

jagonews24

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানা যায়নি।

এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

অপরদিকে বিজয়নগরেও সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে এক পুলিশ সদস্য নিহত হন।

টিটি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।