মেয়র আতিক
বাণিজ্যিক ভবনের কমপ্লায়েন্স তদারকির পর্যাপ্ত জনবল নেই ডিএনসিসির
বাণিজ্যিক ভবনগুলোর কমপ্লায়েন্স ঠিক আছে কি না তা তদারকি করার পর্যাপ্ত জনবল ডিএনসিসির নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে মহাখালীর খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাজা টাওয়ারের পর্যাপ্ত ফায়ার সেফটি ছিল কি না সেটি তদন্ত করা হবে। বাণিজ্যিক ভবনগুলোর কমপ্লায়েন্স ঠিক আছে কিনা তা তদারকি করার পর্যাপ্ত জনবল ডিএনসিসির নেই। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোরও কাজ করা উচিত। আগামী মাস থেকেই ডিএনসিসিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনে কাজ শুরু হবে।
মেয়র আতিক বলেন, আগুন লাগা ভবনটিতে উদ্ধারকাজ চলমান। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য বলা যাবে।
তিনি আরও বলেন, আমরা এই ভবনে যতগুলো অফিস আছে সেই অফিসের এইচআর ডিপার্টমেন্টকে বলেছি তাদের কতজন লোক ছিল, কতজন লোক বের হয়ে এসেছে-এই তথ্যটা নির্ধারণ করার জন্য। কারণ এটি কোন কারখানার না যেখানে অনেক লোক আছেন। প্রতিটি অফিসের এইচআর ডিপার্টমেন্টকে বলা হয়েছে, খোঁজ-খবর নিতে তাদের কতজন লোক অফিস ছিল এদের মধ্যে কতজন নেমে এসেছে নাকি সবাই নেমে এসেছে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।
আরএসএম/জেএইচ