খাজা টাওয়ার থেকে নিখোঁজ আকলিমার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ২৭ অক্টোবর ২০২৩

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুনের ঘটনায় আকলিমা রহমান নামের এক নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে খাজা টাওয়ারের ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই আজিম।

তিনি বলেন, খাজা টাওয়ারের রেস অনলাইন লিমিটেডে কাজ করত আকলিমা। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছিল। সেই সময় বলেছিল সে আটকে পড়েছে। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকেরা আমার বোনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। তার মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিস মোট উদ্ধার ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। এরমধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

এর আগে আগুনের আতঙ্কে হাসনা হেনা (২৭) নামে এক নারী তার ধরে গ্রিল টপকে নামার সময় পড়ে মারা যান। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন।

টিটি/জেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।