খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড

আগুনে অসুস্থ চারজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুনে দগ্ধ ও শ্বাসকষ্টে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন মো. মেহেদী হাসান (২৭), কাজী তাসিন মাহফুজ (২৩), এইচ এম আব্দুস সবুর (৪৫) ও তার গাড়ি চালক মো. রফিকুল ইসলাম (৪৫)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে নয়টার দিকে এ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, এ পর্যন্ত আমাদের এখানে চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে মেহেদী হাসানের এক শতাংশ বার্ন হয়েছে, কাজী তাহসিন মাহফুজ রাকিব হালকা আঘাত পেয়েছেন, এইচ এম আব্দুস সবুর ও রফিকুল ইসলাম ধোয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/জেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।