খাজা টাওয়ারে আগুন
টিটিএল দিয়ে ভাঙা হচ্ছে গ্লাস, দেখা হচ্ছে ভেতরে কেউ আটকা আছে কি না
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ির (টিটিএল) সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের জানালার গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে আগুনে ভবনের ভেতরে কোনো মানুষ আটকা আছেন কি না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে দুটি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আছে কি না।
আরও পড়ুন: খাজা টাওয়ারে আগুন: মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ভবনটির ভেতরে আরও কেউ আটকা আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ ভবনে আটকে আছেন কি না আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকে ফোন দিয়ে আমাদের জানিয়েছেন ভেতরে মানুষ আটকা আছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যায়।
আরও পড়ুন: আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ ও বিমানবাহিনী
এরপরই আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকারী সদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তা দিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঘটনাস্থলে যান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পরপরই মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: দেড় ঘণ্টাতেও নেভেনি আগুন, ঘটনাস্থলে ৯ ইউনিট
টিটি/এমকেআর/জিকেএস