জামায়াত নেতা আকন্দকে গ্রেফতার দেখালো পুলিশ, চাইবে না রিমান্ড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে। পুরাতন একটি মামলায় রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি অসুস্থ থাকায় পুলিশ রিমান্ড চাইবে না।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে পুরাতন একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আজই আদালতে তোলা হবে। তবে তিনি অসুস্থ থাকায় কোনো ধরনের রিমান্ড চাওয়া হচ্ছে না।
আরও পড়ুন: প্রচার সম্পাদক আকন্দ আটক, দাবি জামায়াতের
এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, মতিউর রহমান আকন্দ শারীরিকভাবে খুবই অসুস্থ। উনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এমআরআই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে।
আরএসএম/এমএইচআর/এএসএম