সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ এএম, ২৫ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কমে যাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ। বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বেলা ৩টায় ঘূর্ণিঝড় হামুনের কারণে ঢাকা (সদরঘাট) থেকে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। হঠাৎ ঘোষণায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আরএ/এমএইচআর/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।