ভৈরবে ট্রেন দুর্ঘটনা: একই পরিবারের আহত পাঁচজন ঢামেকে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের পাঁচজনসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন।

আহতরা হলেন- জীবন মিয়া (৪৫), মোছা. খাদিজা আক্তার (৩০), মোছা. তনিমা আক্তার (১৩), মো. সোয়াদ (৮), মো. জিহাদ(১০), আবুল কাশেম (৫৫)।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। রাতে পৌনে ৮টার দিকে তার ঢামেক হাসপাতালে এসে পৌঁছলে জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ জেলার সদর থানা মাটিয়া গ্রামের বাসিন্দা আহত জীবন মিয়া জানান, তার স্ত্রী নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ কিশোরগঞ্জ থেকে নরসিংদী চাচার বাসায় যাওয়ার কথা ছিল। সেখানে রাতে থেকে আগামীকাল সকালে গাউছিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু পথে এ দুর্ঘটনার শিকার হলাম।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ছয়জন এসেছে। তাদের মধ্যে পাঁচজন ফ্যামিলির। এ পাঁচজনের চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুইজনের চিকিৎসা চলছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।