ভৈরবে ট্রেন দুর্ঘটনা

এগারসিন্দুর যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। কিশোরগঞ্জ থেকে ঢাকা আসার পথে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ঢাকা থেকে যেসব যাত্রীর ট্রেনটিতে যাওয়ার কথা ছিল তাদের টিকিট ফেরত নিয়ে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। এছাড়া বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল।

কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসার পথে এগারসিন্দুর ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা। দুর্ঘটনার কবলে পড়ায় ট্রেনটির টিকিট ফেরত নিচ্ছে স্টেশন কর্মকর্তারা।

সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনটির ৫ নম্বর কাউন্টারে ফেরত নিচ্ছে এগারসিন্দুর ট্রেনের টিকিট। এসময় কাউন্টারটিতে দীর্ঘলাইন দেখা যায়।

টিকিট ফেরত দেওয়ার পরে হেলাল উদ্দিন নামে এক যাত্রী জাগো নিউজকে বলেন, এগারসিন্দুর ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু স্টেশনে এসে শুনি ভৈরবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখন তারা টাকা ফেরত নিচ্ছে। তিনি বলেন, ট্রেনে কিশোরগঞ্জে যেতে চেয়েছিলাম, এখন বিকল্প রাস্তা দেখতে হবে।

রনি নামের আরেকজন বলেন, বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট অনলাইনে কেটেছিলাম। স্টেশনে এসে অপেক্ষার পর শুনি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। টিকিট ফেরত নিয়েছে। বাড়ি যাওয়া হবে না।

লাইনে দাঁড়িয়ে থাকা হৃদয় নামের এক যাত্রী বলেন, বাড়িতে যেতে টিকিট কেটেছিলাম। দুর্ঘটনার কারণে ট্রেন যাবে না, তাই টিকিট ফেরত নিচ্ছে। তাই বাড়ি যাওয়া হবে না।

কাউন্টারে আরিফ নামের এক কর্মকর্তা বলেন, ভৈরবে দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেন ছাড়ার কোনো সম্ভাবনা না থাকায় টিকিট ফেরত নেওয়া হচ্ছে।

আরএসএম/এমএএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।