টেকসই সরকারি ক্রয়নীতির খসড়া অনুমোদন
বিভিন্ন কোম্পানিকে পরিবেশবান্ধব করতে বাধ্য করার জন্য ‘টেকসই সরকারি ক্রয়নীতি-২০২৩’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যুগে আছি। সবকিছুই আমাদের টেকসই করতে হবে। ধরেন, আমাদের এখন ক্লাইমেটকে রক্ষা করা একটা বড় দায়িত্ব। বিভিন্ন কোম্পানিকে পরিবেশবান্ধব করতে বাধ্য করা হবে। কোম্পানিগুলো যেন পরিবেশবান্ধব হয়।
তিনি আরও বলেন, এখন যে প্রতিযোগিতার প্রক্রিয়া আছে, সেখানে আপাতদৃষ্টিতে সবচেয়ে কম যেটি সেটিই নিতে হচ্ছে। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে- আমি ১০ টাকার একটি জিনিস পেলাম, সেটায় আমার চলবে এক বছর। ১৫ টাকার জিনিসটায় যাবে দুই বছর, তাহলে কোনটা আমার জন্য লাভজনক? এ হিসাবটা এখন আসবে।
মাহবুব হোসেন বলেন, একটি লাইফ সাইকেলে কস্টিংটা যেটা ভালো হবে, সেটা আসবে। ভালো মানের পণ্য আমি কিনতে পারবো। এখন তো লোয়েস্ট (সবচেয়ে কম) হলেই আমরা নিতে পারবো, সেটি তখন আর থাকবে না। আসলে যেটা দিয়ে সবচেয়ে বেশি উপযোগিতা পাবো, আমরা এখন সেটির দিকেই যাবো। মানসম্পন্ন আইটেম ক্রয় করা আমাদের জন্য এখন সহজ হবে।
এমএএস/এমকেআর/জেআইএম