বিদেশে বসেই ডিজিটাল ভূমিসেবা নিচ্ছেন প্রবাসীরা: ভূমিসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২১ অক্টোবর ২০২৩

দেশের বাইরে বসেই প্রবাসীরা ডিজিটাল ভূমিসেবা নিচ্ছেন জানিয়ে ভূমি সচিব খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল ভূমিসেবা প্রবাসীরা বিদেশে বসেই নিচ্ছেন। এখন ভূমি প্রশাসনের সবাইকে মন্ত্রণালয়ের আইন ও বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে ভূমিসেবা দিতে হবে।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর ইস্কাটন মাল্টিপারপাস হলে ঢাকা জেলার সর্বস্তরের ভূমি কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নাগরিকদের উত্তম ভূমিসেবা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকা জেলা প্রশাসন উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ।

কনফারেন্সে নাগরিকদের উত্তম ও টেকসই ভূমিসেবা দিতে কারিগরি ও অন্যান্য বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে সেশন পরিচালনা করেন বিভিন্ন আলোচক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদেশে বসেই ডিজিটাল ভূমিসেবা নিচ্ছেন প্রবাসীরা: ভূমিসচিব

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিস, তহসিল অফিসের সবাইকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে দ্রুত, নির্ভুল ও টেকসই সেবা দিতে হবে।’

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক বলেন, ঢাকা জেলার বিপুল আয়তনের ভূমি সেবাকে আরও বেগবান ও নির্ভুল করতে মহানগরীর রাজস্ব সার্কেল ১১টি হতে অন্তত ২০টি সার্কেলে উন্নীত করা প্রয়োজন। সবাইকে আইনানুগভাবে সততার সহিত কাজ করতে হবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কনফারেন্সে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক, বিজনেস অটোমেশন লিমিটেড এ-র কর্মকর্তাগণ,জেলা প্রশাসন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর, মহানগর ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণ, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনারগণ ও রাজস্ব প্রশাসনের ১০ম গ্রেড হতে ১৬ গ্রেডের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জেএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।