‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার’ পেল এনটিএমসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২০ অক্টোবর ২০২৩

তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছু এখন হাতের মুঠোয়। আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে যেমন সবকিছু হয়েছে সহজ, তেমনই সাইবার হামলার পরিসরও বাড়ছে ক্রমাগত। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই সাইবার হামলার শিকার হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হয় স্মার্ট বাংলাদেশের যাত্রা। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার সংরক্ষণ এবং সব আইন প্রয়োগকারী, গোয়েন্দা ও তদন্ত সংস্থাকে সার্বক্ষণিক সহায়তা দিয়ে আসছে।

অন্যদিকে, এনটিএমসিতে সংরক্ষিত জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য, সাইবার সন্ত্রাসীদের দ্বারা চুরি হওয়ারও আশংকা তৈরি হয়। এমতাবস্থায় অভ্যন্তরীণ ও বহির্গত নেটওয়ার্কগুলোকে নিরাপদ এবং তথ্যভাণ্ডারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এনটিএমসি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ এবং প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) স্থাপন করেছে।

নিজেদের সাইবার নিরাপত্তার পাশাপাশি দেশমাতৃকার সাইবার স্পেসের সুরক্ষা জোরদারকণের লক্ষ্যে এনটিএমসি ‘সবার আগে দেশ’ এই মূলমন্ত্রে নিরলস কাজ করে যাচ্ছে।

এরই স্বীকৃতিস্বরূপ কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সরকারি প্রতিষ্ঠান হিসেবে গত ১৮ অক্টোবর এনটিএমসিকে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।