ঢাকা-মাসকট রুটে রিজেন্টের বহরে নতুন বোয়িং


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৭ মার্চ ২০১৬

রিজেন্ট এয়ার ওয়েজের বহরে বি৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট যুক্ত হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নতুন এই এয়ারক্রাফট।

মালয়েশিয়া এয়ারলাইনসের এই এয়ারক্রাফটের ফলে রিজেন্ট এয়ার ওয়েজের বহরে এখন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট পাঁচটিতে। এছাড়া রিজেন্টের বহরে আরো দুটি বি ৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট ও দুটি ড্যাশ ৮-৩০০ রয়েছে।   

যুক্তরাষ্ট্র থেকে ভাড়া নেওয়া নতুন এই ক্রাফট আগামী মাস থেকে ঢাকা-মাস্কট রুটে চলাচল করবে।

বর্তমানে অভ্যন্তরীন রুটে চট্টগ্রাম-কক্সবাজার ও আন্তর্জাতিক রুটে ব্যাংককের সুবর্ণভূমি, কুয়ালালামপুর, কলকাতা ও সিঙ্গাপুর রুটে চলাচল করছে রিজেন্ট এয়ার ওয়েজের বিমান।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।