ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধে অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির ২৭তম বৈঠক এ সুপারিশ করা হয়। বৈঠক সভাপতিত্বে করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় কমিটির সদস্য এমএ মান্নান মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ২০১৯ সাল থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলোর ওপর আইএমইডির প্রতিবেদন ও প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে ডেঙ্গুরোগ প্রতিরোধের বিষয়ে গৃহীত বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গৃহীত প্রকল্পগুলোর ওপর আইএমইডির প্রতিবেদন ও প্রকল্পগুলো দ্রুত সম্পাদনের সুপারিশ করে কমিটি।

সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে যথাযথ পর্যবেক্ষণ করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সবার সহযোগিতা কামনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সিটি করপোরেশন ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পুনর্বাসন কার্যক্রম সম্পন্নের সুপারিশ করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আগের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত মাস্টারপ্ল্যান দ্রুত বাস্তাবয়নের সুপারিশ করা হয়।

বৈঠকে আইএমইডি’র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সিটি করপোরেশনের প্রতিনিধি, প্রধান প্রকৌশলী এলজিইডি, মহাপরিচালক, বার্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএইচআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।