শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জনের তথ্য সংসদীয় কমিটিতে উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জন সম্পর্কে হালনাগাদ তথ্য সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এ তথ্য উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।

বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. নাসির উদ্দিন এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন। সভার শুরুতে ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলোর অগ্রগতি সার্বিক পর্যালোচনা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের আওতাধীন সব দপ্তর/সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় এবং সেনা কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জন সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব কমিটির রিপোর্ট সুপারিশসহ উপস্থাপন করা হয়।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএইচআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।