সাত বছর পর ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর মিরপুর বড়বাগ এলাকা থেকে সাত বছর পলাতক থাকার পর ১০ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম গনি ওরফে ওসমান গনি (৩৫)। তিনি যশোরের চৌগাছার বাকপাড়া গ্রামের মান্নান শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য জানান এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন।
তিনি জানান, গ্রেফতার ওসমান গনির বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী, চৌগাছা এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একাধিক খুনসহ ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চুরির অভিযোগসহ ১০টি মামলা রয়েছে। ২০১৬ সালের জুন মাসে চাঞ্চল্যকর যশোরের চৌগাছা উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাসায় ডাকাতি ও তাকে খুনের মামলা রয়েছে।
তিনি বলেন, ওসমান গনি ২০০৭ সাল থেকে দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৬ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে আবারও তিনি আত্মগোপনে চলে যান।
আরএসএম/এমকেআর/এমএস