'প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেন চালাবো'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ অক্টোবর ২০২৩

লোকোমাস্টার (চালক) আবুল কাশেম ২০ বছর ধরে চাকরি করছেন বাংলাদেশ রেলওয়েতে। চাকরি জীবনে বিরল অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, রেলে ২০ বছর চাকরি করছি। এমন উল্লেখযোগ্য দিন আর আসেনি। কখনো আসবে কি না জানি না। রেলে চাকরি জীবনে আমার স্বপ্ন পূরণের দিন আজ।

মঙ্গলবার (১০ অক্টোবর) মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশনে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন, স্বপ্ন পূরণের দিন। রেলে আমরা যারা কাজ করি, আমাদের স্বপ্নের দিন। আজ আমাদের ট্রেনে যাত্রীসাধারণের সঙ্গে সফরসঙ্গী হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, এ অনুভূতি আনন্দের, উৎসাহের। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ট্রেনে যাচ্ছেন এটাই আমার কাছে চাকরি জীবনে বড় প্রাপ্তি। এটি ভাষায় প্রকাশ করার মতো না, আমরা গর্বিত। উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি।

তিনি বলেন, পদ্মা সেতু তৈরির জন্য প্রধানমন্ত্রী যে ত্যাগ স্বীকার করেছেন... প্রথমে হবে কি হবে না. এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই সম্ভব হয়েছে।

আরও পড়ুন: পদ্মার বুক চিরে আজ ছুটবে ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

চাকরি জীবনে এর চেয়ে স্বরণীয় ঘটনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না এত বড় স্মরণীয় ঘটনা ঘটেনি। আজ পূর্বের সব ঘটনাকে পেছনে ফেলে স্মরণীয় হয়ে থাকবে। আমিই পদ্মা সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়েছি।

তিনি বলেন, ট্রেনের কোঅপারেটর হিসেবে আছি। আমার সঙ্গে আছে আরও ২ জুনিয়র।

এছাড়া রয়েছে রবিউল ইসলাম নামে আরেকজন লোকোমাস্টার। সাপোর্ট লোকোমোটিভ নিয়ে আগে চলবেন, কোনো কারণে এ লোকোমোটিভে সমস্যা হলে সেটি পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৬৯ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করেছে রেলওয়ে। এরমধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হচ্ছে।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।