দুদকে কাউকে ছাড় দেয়া হবে না : দুদক চেয়ারম্যান
ব্যক্তি বা অন্য কোনো পরিচয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শনিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সকাল ৮টায় বেলুন ও কবুতর দিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এসময় দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মঈদুল ইসলাম, শামসুল আরেফিন, জিয়া উদ্দিন, শহিদুজ্জামান, নূর আহমেদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমাদের সব কার্যক্রম আইনের আওতায় থাকবে। কার কি পরিচয় তা মুখ্য না।
দুদকের এই নতুন চেয়ারম্যান বলেন, আপনারা জানেন দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতিকে আরো বেগবান করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিকে দেশ থেকে নির্মূল করতে হলে সমাজের প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনই কেবল পারে দুর্নীতি প্রতিরোধ করতে।
উদ্বোধনকালে ইকবাল মাহমুদ বলেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে সারাদেশে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। এই প্রতিরোধ সপ্তাহ মাধ্যমে গণসচেতনতা তৈরি করতে হবে। যাতে করে দুর্নীতি প্রতিরোধ ও দমনে সাধারণ জনগণ সচেষ্ট হন।
এসএ/জেএইচ/আরআইপি