অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

রাজধানীর ডেমরার কোনাপাড়া মজুমদার রোড এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন শাহিন ভূঁইয়া (৪০) নামে এক যুবক।
শাহিন ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার নূর মো. ভূঁইয়ার ছেলে।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ডেমরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুজিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে কোনাপাড়া মজুমদার রোড এলাকা থেকে তাকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা জানা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম