প্রথম বাঙালি নারী চিকিৎসকের শততম মৃত্যুবার্ষিকীতে স্মারক ডাকটিকিট
দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর শততম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৩ সালের এই দিনে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন মহিয়সী এ নারী।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ স্মারক ডাকটিকিট ও অন্যান্য সামগ্রী অবমুক্ত করেন।
এদিকে, প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর শততম প্রয়াণবার্ষিকী উপলকক্ষে বিবৃতি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
আরও পড়ুন>> ১৫ অক্টোবর থেকে ইন্টারনেট ডেটার ৩ দিনের প্যাকেজ থাকছে না
ডা. কাদম্বিনীকে নারী জাগরণের অন্যতম অগ্রদূত আখ্যায়িত করে মোস্তাফা জব্বার বলেন, সমাজের রক্তচক্ষু উপেক্ষা এবং সব বাধা অতিক্রম করে প্রথম নারী চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কাদম্বিনী। এর মাধ্যমে তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণার একটি নাম হয়ে আছেন।
তিনি আরও বলেন, আপন সাধনায় উনিশ শতকের শেষভাগে পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম দিককার একজন বাঙালি নারী চিকিৎসক, তিনি বাঙালি নারীদের অহংকার।
ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় ১৮৬১ সালের ১৮ জুলাই। বিহারের ভাগলপুরে জন্ম নিলেও তার মূল বাড়ি ছিল বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশীতে।
এএএইচ/ইএ/জেআইএম