রাষ্ট্রধর্ম বহালের দাবিতে রাজধানীতে হেফাজতের বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৫ মার্চ ২০১৬

বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বহাল ও ইসলাম বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ করেছে ইসলামিক সংগঠন হেফাজতে ইসলাম।

Hefajot

শুক্রবার জুম্মা নামাজের পর থেকে হেফাজতের হাজার হাজার কর্মী এই বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভ শেষে তারা মিছিল করবেন।
 
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
Hefajot

এর আগে, বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের ষড়যন্ত্র বন্ধ এবং রাষ্ট্রধর্মের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে শুনানির কার্যতালিকায় থাকা রিট মামলা বাতিলের দাবিতে ২৫ মার্চ সারাদেশে বিক্ষোভের ডাক দেয় হেফাজতে ইসলাম।
 
জেইউ/এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।