শিক্ষকের জমি রেজিস্ট্রির ৯ লাখ টাকা নিয়ে নিলো ভুয়া ডিবি
![শিক্ষকের জমি রেজিস্ট্রির ৯ লাখ টাকা নিয়ে নিলো ভুয়া ডিবি](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/hijack-1-20230928155158.jpg)
জমি রেজিস্ট্রির জন্য নবীনগরে সোনালী ব্যাংকের শাখা থেকে ৯ লাখ টাকা তুলেন মাদরাসাশিক্ষক হাবিবুর রহমান। সেই টাকা নিয়ে বাসে করে সাভার বাসস্ট্যান্ডে যান তিনি। এরপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওঠেন অটোরিকশায়। এর কিছুক্ষণ পরই সাদা রঙের একটি প্রাইভেটকারে এসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে তুলে নিয়ে যান দুই ব্যক্তি। এরপর গাড়ির ভেতরে নিয়ে মারধর করে ৯ লাখ টাকা ছিনিয়ে নেন। সবশেষ হাবিবুর রহমানকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে তারা পালিয়ে যান।
সাভারে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এরপর ঘটনার তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একপর্যায়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই, ২ পুলিশ সদস্য গ্রেফতার
তারা হলেন শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি বেশ কিছুদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা হয়। সবশেষ ৪ সেপ্টেম্বর সাভারে ডিবি পরিচয়ে প্রকাশ্যে এক মাদরাসাশিক্ষককে গাড়িতে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আরও পড়ুন: জ্যাকেট ছাড়া অভিযান চালালেই ভুয়া ডিবি
ভুক্তভোগী মাদরাসাশিক্ষক হাবিবুর রহমান সাভার পৌর এলাকার আইচা নোয়াদ্দা মহল্লার বাসিন্দা।
তার ভাই মাহবুবুর রহমান বলেন, জমি রেজিস্ট্রির জন্য আমার বড় ভাই হাবিবুর রহমান ৪ সেপ্টেম্বর দুপুরের দিকে নবীনগর সোনালী ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। সেখান থেকে বাসযোগে এসে সাভার বাসস্ট্যান্ডে নেমে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ওঠেন অটোরিকশায়। অটোরিকশাটি রাজাশন এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে গতিরোধ করে। এরপর প্রাইভেটকার থেকে দুজন বের হয়ে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন।
আরও পড়ুন: ডিবির জ্যাকেটে নতুন প্রযুক্তি, স্ক্যানেই মিলবে আসল-ভুয়া পরিচয়
‘তিনি নামতেই জোর করে তাকে প্রাইভেটকারের উঠিয়ে নেওয়া হয়। এরপর গাড়ির মধ্যে আরও চারজন মিলে তার চোখ বেঁধে মারধর করে ৯ লাখ টাকা ছিনিয়ে নেন। এরপর তারা আমার ভাইকে হাত-পা বেঁধে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায়’- বলে যোগ করেন ভুক্তভোগীর ছোট ভাই।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও পরিবারের সবাই উদ্বিগ্ন। ঘটনার দিন রাতে সাভার মডেল থানায় মামলা করেছি আমরা।
এ বিষয়ে র্যাব-৪ এর অধিনায়ক বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিটি/জেডএইচ/জেআইএম